আনুমানিক ১৫ লক্ষ টাকা মূল্যমানের ১৫০ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছেন র্যাব-
আপডেট সময় :
২০২৫-০৩-২১ ২২:১১:৫৯
আনুমানিক ১৫ লক্ষ টাকা মূল্যমানের ১৫০ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছেন র্যাব-
আনুমানিক ১৫ লক্ষ টাকা মূল্যমানের ১৫০ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ী র্যাব-১০ কর্তৃক ঢাকার কেরাণীগঞ্জে গ্রেফতার।
অদ্য ২১/০৩/২০২৫ তারিখ সকাল আনুমান ১১.৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন পশ্চিম ব্রাহ্মণকিত্তা মদিনাবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ১৫,০০,০০০/- (পনেরো লক্ষ) টাকা মূল্যমানের ১৫০ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের নাম ১। মোঃ নিলু হাওলাদার (৩৫), পিতা- মৃত খালেক হাওলাদার, সাং- মহরখরকান্দী, থানা- জাজিরা, জেলা- শরীয়তপুর, ২। মোঃ আব্দুর রহমান (২২), পিতা- মোঃ সাইদুল ইসলাম, সাং- নলদিঘী মধ্যপাড়া, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ বলে জানা যায়। .
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স