ঢাকা , শনিবার, ২২ মার্চ ২০২৫ , ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে রাজাপুরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল


আপডেট সময় : ২০২৫-০৩-২১ ১৮:২৯:০৬
ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে রাজাপুরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে রাজাপুরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল


 
 
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ফিলিস্তিনে চলমান গণহত্যা এবং ভারতের নাগপুরে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠির রাজাপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
 
শুক্রবার (২১মার্চ) সকাল ১০টায় সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজাপুর উপজেলার বাইপাস মোড় সংলগ্ন দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজাপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
 
উপজেলা সভাপতি মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. বেলাল হাফসীর সঞ্চালনায় এ বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সেক্রেটারি হাফেজ ইব্রাহিম আল হাদী। তিনি বলেন, "ইসরায়েল বর্বরভাবে ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে, অথচ বিশ্ব শক্তিগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের দাবি জানাই।"
 
তিনি আরও বলেন, "শুধু ফিলিস্তিন নয়, ভারতের নাগপুরসহ বিভিন্ন স্থানে মুসলিমদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। সাম্প্রদায়িক অপশক্তির এই দমন-পীড়ন মানবতার জন্য হুমকিস্বরূপ। আমরা বিশ্ব সম্প্রদায়ের কাছে দাবি জানাই, ভারতের মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।"
 
বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলার সহ-সভাপতি এম. আমিনুল ইসলাম বলেন, "বর্তমান বিশ্বে মুসলমানদের ওপর নিপীড়ন-নির্যাতন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ফিলিস্তিন থেকে কাশ্মীর, নাগপুর থেকে আরাকান—সর্বত্র মুসলমানরা আজ নির্যাতিত। কিন্তু দুঃখজনকভাবে আন্তর্জাতিক সম্প্রদায় নিরব ভূমিকা পালন করছে। আমরা অবিলম্বে এসব হামলা বন্ধের দাবি জানাই এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।"
 
এছাড়াও ইসলামী আন্দোলনের রাজাপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন ও মাওলানা আল আমিন, ইসলামী যুব আন্দোলনের রাজাপুর উপজেলা সভাপতি কে. এম. ইব্রাহিম খলিলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
 
বক্তারা ফিলিস্তিনের জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করেন, এবং সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তারা সরকারসহ বিশ্ব সম্প্রদায়ের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান, যাতে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ হয় এবং ভারতের মুসলমানরা নিরাপদে বসবাস করতে পারেন।
 
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রনেতা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। বিক্ষোভ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ফিলিস্তিনের স্বাধীনতা এবং ভারতের নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ