ঢাকা , শনিবার, ২২ মার্চ ২০২৫ , ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

"বঙ্গবন্ধুর ১০৫তম জন্মদিনে লন্ডনের বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা জানিয়েছে হৃদয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ফাউন্ডেশন ইন ইউকে,


আপডেট সময় : ২০২৫-০৩-২১ ১৬:৩৮:১৩
"বঙ্গবন্ধুর ১০৫তম জন্মদিনে লন্ডনের বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা জানিয়েছে হৃদয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ফাউন্ডেশন ইন ইউকে, "বঙ্গবন্ধুর ১০৫তম জন্মদিনে লন্ডনের বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা জানিয়েছে হৃদয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ফাউন্ডেশন ইন ইউকে,


 

এইচ খাঁন রাজিব,
"হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের

১০৫ তমজন্ম বার্ষিকীতে গত ১৭ মার্চ সোমবার বেলা ৪ ঘটিকায় লন্ডনের বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেছেন, "হৃদয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ফাউন্ডেশন ইন ইউকের সভাপতি  সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর এর নেতৃত্বে ওয়েলস থেকে আগত হৃদয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ফাউন্ডেশন ইন ইউকের নেতৃবৃন্দ।  এসময় লন্ডনের বঙ্গবন্ধুর ভাস্কর্যের প্রতিষ্ঠাতা ও লন্ডন  মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খাঁন সাদেক, হৃদয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ফাউন্ডেশন ইন ইউকের সাংগঠনিক সম্পাদক  ও  নিউপোট যুবলীগের সভাপতি শাহ শাফি কাদির, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম ইউকে  নিউপোট এর সভাপতি ও নিউপোট যুবলীগের সিনিয়র সহ সভাপতি শেখ আব্দুর রুউফ তালুকদার, আব্দুস সালাম, ও এইচ খাঁন রাজিব সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

গভীর শ্রদ্ধাঞ্জলি প্রদানশেষে  "হৃদয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ফাউন্ডেশন ইন ইউকের সভাপতি ও ওয়েলস আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মকিস মনসুর বলেন, বঙ্গবন্ধু শুধু একটি নামই নয়, একটি মুক্তির পথ, একটি বিশ্বাসের নাম। বঙ্গবন্ধু মানেই  বাংলার আকাশ ; বঙ্গবন্ধু মানেই  বাংলার মানচিত্র। বাঙালি জাতির পথ প্রদর্শক ও জাতির মুক্তির নায়ক। বঙ্গবন্ধুই মানেই বাঙালি জাতির আত্মপরিচয়;

"বাংলা বাঙালি, বঙ্গবন্ধু  এবং বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করে লন্ডনের বঙ্গবন্ধুর ভাস্কর্যের প্রতিষ্ঠাতা ও লন্ডন  মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খাঁন সাদেক বলেন শেখ মুজিব মানেই বাংলাদেশ।বাঙালির অসীম সাহসিকতার প্রতীক, চিরন্তন -চিরঞ্জীব  তিনি। বাঙালির প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে অবিনাশী চেতনার নাম শেখ মুজিব, একটি তর্জনীর ইশারা, একটি ১৮ মিনিট ১৮ সেকেন্ডের কবিতা, অতঃপর, একটি জাতির স্বাধীনতা। 

"তুমি জন্মেছিলে বলে জন্মেছিল এই দেশ, মুজিব তোমার আরেক নাম স্বাধীন বাংলাদেশ বলে উল্লেখ করে, হৃদয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ফাউন্ডেশন ইন ইউকের সাংগঠনিক সম্পাদক ও নিউপোট যুবলীগের সভাপতি শাহ শাফি কাদির বলেন বাংলা ও বাঙালি জাতি যতো দিন থাকবে, পৃথিবীর ইতিহাস যতোদিন থাকবে তিনি ও থাকবেন প্রতিটি বাঙালির হৃদয়ে চীরঅম্লান হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।



 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ