রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মশালা
আপডেট সময় :
২০২৫-০৩-২১ ১১:৪১:০৯
রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মশালা
মোঃআইয়ুব চৌধুরী , রাজস্থলী
রাঙ্গামাটির রাজস্থলীতে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কারিতাসের উদ্যোগে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ডিসেম্বর) সকালে রাজস্থলী উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে কারিতাসের অ্যাগ্রো ইকোলজি প্রকল্প ২ 'র উদ্যোগে দিনব্যাপী এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
পরিবেশ সুরক্ষা বিষয়ক এই কর্মশালায় পার্বত্য অঞ্চলের পরিবেশ দূষণের জন্য তামাক চাষ, বৃক্ষনিধন, কীটনাশকের ব্যবহার, পলিথিনের ব্যবহার, গৃহস্থলির বর্জ্য, পাথর- বালু উত্তোলন ও অপরিকল্পিত জুম চাষ, অপরিকল্পিত ইটভাটা ইত্যাদিকে দায়ী হিসেবে চিহ্নিত করা হয়।
প্রাকৃতিক পরিবেশের সুরক্ষায় সকলকে বেশি বেশি বৃক্ষ রোপণ করার পাশাপাশি পলিথিন ব্যবহার হ্রাস ও পরিকল্পিতভাবে জুমচাষ এবং জৈবিক ভাবে চাষাবাদের উপর গুরুত্বারোপ করা হয়। পরিবেশ সুরক্ষা বিষয়ক এই কর্মশালায় উপস্থিত সকলেই বিভিন্ন দলগত কাজ করেন। এছাড়াও প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিরা যেনো নিজ নিজ প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে পরিবেশের সুরক্ষায় কাজ করেন সেজন্য সকলকে আহ্বান জানানো হয়।
রাজস্থলী উপজেলার কারিতাস প্রকল্পের মাঠ কর্মকর্তা মামুন সিকদারের সঞ্চালনায় এবং রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাল্পউড বাগানবিভাগ কাপ্তাইয়ের বন কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিত ভট্টাচার্য, রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা মোঃ তুহিনুল হক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণিপেশার দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মশালা শেষে এর অংশ হিসেবে অংশগ্রহণকারী সকলের কাছ থেকে পরিবেশ সুরক্ষার বিষয়ে ব্যক্তিগতভাবে কি কি উদ্যোগ গ্রহণ করবেন তার অঙ্গিকার স্বরুপ একটি সাদা কাপড়ে প্রতিশ্রুতি নেওয়া হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স