ঢাকা , শনিবার, ২২ মার্চ ২০২৫ , ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কালকিনিতে বেগম জিয়ার রোগ মুক্তির কামনায় ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৩-২১ ১১:৩২:৩৬
কালকিনিতে বেগম জিয়ার রোগ মুক্তির কামনায় ইফতার মাহফিল কালকিনিতে বেগম জিয়ার রোগ মুক্তির কামনায় ইফতার মাহফিল




আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুরের কালকিনিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় ৫(পাঁচ) টি ইউনিয়নের বিএনপি'র নেতাকর্মীদের নিয়ে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। 
বৃহস্পতিবার (২০মার্চ) বিকালে পূর্ব এনায়েত নগর ইউনিয়নের সমিতির হাট আবা খালেক উচ্চ বিদ্যালয়ের মাঠে  ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে। ইফতার অনুষ্ঠানে ফজলুল হক বেপারী সভাপতিত্বে ও এস এম মাহবুব হোসেন মুন্সির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। এ সময় তিনি পূর্ব এনায়েতনগর ইউনিয়ন সহ এনায়েতনগর, আলীনগর, বাঁশগাড়ী এবং লক্ষ্মীপুর ইউনিয়নের প্রায় ৫ হাজার রোজাদার ব্যক্তিদের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় সহ আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক যুগ্ম-সম্পাদক কালকিনি উপজেলা বিএনপি  বিএম নূরে আলম সান্টু,সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদার,কালকিনি পৌরসভা বিএনপির সাবেক সাধারন সম্পাদক কামাল হোসেন বেপারী,কালকিনি উপজেলা যুবদলের নেতা শামীম মোল্যা, শিকাদার মোঃ মামুন, কালকিনি পৌরসভা যুবদল নেতা শিকদার মোঃ নান্না, এইচ এম তুহিন, কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম বেপারী, সদস্য সচিব মোঃ নাজমুল হোসেন,পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল আমিন মুন্সি, কালকিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক সজল আহম্মেদ,কালকিনি পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হাসান হাওলাদার, কালকিনি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাজারুল শিকদার, কালকিনি উপজেলা শ্রমিকদলের সভাপতি বিএম রেজাউল, সাধারন সম্পাদক বাদশা শিকদার সহ বিভিন্ন  নেতৃবৃন্দ।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ