কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৫-০৩-২১ ১১:২০:৫৯
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুষ্টিয়া জেলা নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে মিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকেলের দিকে মিরপুর থানার সামনে জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিরপুর উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক পার্টির জেলা প্রতিনিধি সদস্য মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রতিনিধি সদস্য শামসুল আরেফিন ষ্টালিন, আরিফুল ইসলাম সবুজ, আবু সাঈদ, সুলতান মারুফ তালহা, শাহিন পারভেজ, ইঞ্জিনিয়ার জাকির হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, কুষ্টিয়াতে জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুষ্টিয়া জেলা নেতৃবৃন্দের ওপর যে অতর্কিত হামলা হয়েছে, সেই হামলায় জড়িত সেই সমস্ত সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এমনকি হামলায় যারা উস্কানী দিয়েছে,তাদেরকেও চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে । বর্তমান কমিটিকে যারা বিতর্কিত করতে চাচ্ছে তারাই এ ঘটনা ঘটিয়েছে।
উল্লেখ্য, গত রবিবার রাত ৮টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে আধিপত্য বিস্তার নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও নাগরিক কমিটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত দশজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দশ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। আহতদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, নাগরিক কমিটির সদস্য সুলতান মারুফ তালহা, আলভি, ইব্রাহিম, জুবায়ের, নয়ন, আলী আহসান মুজাহিদ, সোহান ও রেজোয়ান। এর মধ্যে ইব্রাহীমের অবস্থা গুরুতর।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স