বদলগাছীতে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কেটে বিক্রি, উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রম্যমান আদালত পরিচালনা
আপডেট সময় :
২০২৫-০৩-২১ ১১:১৪:৫৮
বদলগাছীতে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কেটে বিক্রি, উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রম্যমান আদালত পরিচালনা
মোঃ সারোয়ার হোসেন অপু উপজেলা প্রতিনিধি, বদলগাছী ।
বদলগাছীতে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কেটে বিক্রি, উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত ব্যক্তিকে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।
নওগাঁর বদলগাছীতে ফসলি জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে পুকুর খননের অভিযোগে জৈনক এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। ঘটনাটি ঘটেছে উপজেলার মথুরাপুর ইউপির থুপশহর বড়বিলা নামক স্থানে।
জানা যায়, মথুরাপুর ইউপির থুপশহর বড়বিলা নামক স্থানে রাতের আঁধারে প্রতিদিন বিক্রির উদ্দেশ্যে জৈনক ব্যক্তি মাসুদ রাতের আঁধারে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছেন। এমন অভিযোগের ভিত্তিতে ১৯ মার্চ (বুধবার) সকাল আনুমানিক সাড়ে ১১ টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের থুপশহর গ্রামে উপজেলা প্রশাসন অভিযোগ ব্যক্তিকে অর্থদন্ডে দন্ডিত করেন।
স্থানীয়রা জানান, গোপনসূত্রে খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা ভঙ্গের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান ছনি। এ সময়ে আদালত পরিচালনায় সহযোগীতা করেন বদলগাছী থানা পুলিশের এ এস আই মেহেদী হাসানসহ সক্রিয় ফোর্স।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি বলেন, ফসলি জমিতে অবৈধভাবে মাটি খননের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা থেকে এই ধরনের অভিযান অব্যহত থাকবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনির কাছে জানতে চাইলে তিনি বলেন, ফসলি জমিতে অবৈধভাবে মাটি খননের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে এই ধরনের অভিযান অব্যহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স