ঢাকা , শুক্রবার, ২১ মার্চ ২০২৫ , ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ষাঁড় বাছুর বিতরণ


আপডেট সময় : ২০২৫-০৩-২০ ২২:১৬:১৪
তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ষাঁড় বাছুর বিতরণ তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ষাঁড় বাছুর বিতরণ



দেলোয়ার হোসেন সোহেল
রাজশাহীর তানোরে সমতল ভূমিতে বসবাসরত অনুগ্রসর ক্ষুদ্র নৃ- গোষ্ঠির আর্থ- সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী উপকারভোগী পরিবারের মাঝে বিনামুল্য একটি ষাঁড় বাছুর এবং গৃহ নির্মাণ উপকরণ ও ওষুধ বিতরণ করা হয়েছে।জানা গেছে,বৃহস্পতিবার(২০ ই মার্চ) সকালে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের উদ্যোগে এ আয়োজন করা হয়।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা,ওয়াজেদ আলী এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তানোর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব লিয়াকত সালমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা।

এসময় তানোর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা, ওয়াজেদ আলী বলেন, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠী ১০টি পরিবারের মাঝে জনপ্রতি ১টি বকনা বাছুর ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এ উন্নয়ন প্রকল্পের আওতায় মোট ১০ জন পরিবারের মাঝে বকনা বাছুর দেয়া হয়। পর্যায়ক্রমে আরো দেওয়া হবে। এবং গৃহনির্মাণ উপকরণ ও প্রয়োজনীয়
ওষুধ বিতরণ করা হয়েছে এবং তা চলমান থাকবে।
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ