৯০ দিন নয়, ধর্ষণকারীর শাস্তি দিতে ৯০ ঘন্টাই যথেষ্ট- তানজীন চৌধুরী
আপডেট সময় :
২০২৫-০৩-২০ ১৮:২৮:১০
৯০ দিন নয়, ধর্ষণকারীর শাস্তি দিতে ৯০ ঘন্টাই যথেষ্ট- তানজীন চৌধুরী
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
‘বাংলাদেশের মাটিতে ৯০ দিনে কোন ধর্ষণের বিচার হবে না। আমার বোন ৬/৭ দিনের মাথায় মারা যায়। আর ধর্ষণকারীর বিচার হবে ৯০ দিনে, প্রশ্নই আসে না। আমি ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা সবিনয় অনুরোধ জানাচ্ছি এবং আইন উপদেষ্টাকেও বলতে চাই ৯০ দিন লাগে না, ধর্ষণকারীকে শাস্তি দিতে ৯০ ঘন্টাই যথেষ্ট”- এসব কথা বলেছেন ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তানজীন চৌধুরী লিলি।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশু আছিয়ার ধর্ষণে অভিযুক্ত ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজীন চৌধুরী লিলির নেতৃত্বে গৌরীপুর সরকারি কলেজ রোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের আমতলায় এসে সমাবেশ করেছে।
সমাবেশ থেকে ময়মনিসংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজীন চৌধুরী লিলি বলেন, বাংলাদেশের মাটিতে ৯০ দিনে কোন বিচার হবে না। আমার বোন ৬/৭ দিনের মাথায় মারা যায়। আর ধর্ষণকারীর বিচার হবে ৯০ দিনে, প্রশ্নই আসে না। আমি ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা সবিনয় অনুরোধ জানাচ্ছি এবং আইন উপদেষ্টাকেও বলতে চাই ৯০ দিন লাগে না, ধর্ষণকারীকে শাস্তি দিতে ৯০ ঘন্টাই যথেষ্ঠ। যদি আপনার ব্যর্থ হন, তাহলে আমাদের নারী জাতির কাছে ছেড়ে দেন। আমরা যদি একটা সন্তান লালন করে সারা দেশ, সারা পৃথিবী পরিচালনা করার জন্য প্রস্তুত করতে পারি। তাহলে একজন ধর্ষণকারীর বিচারও আমরা আমাদের হাত দিয়ে করতে পারবো।
ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসেন আরা নিলু বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণের অপরাধ বেড়ে যাচ্ছে। আজকে ঘরে-বাইরে কোথাও নারীর নিরাপত্তা নেই। পত্রিকা পাতা খুলইে চোখে পড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের খবর। বৃদ্ধা থেকে শিশু কেউই ধর্ষকদের হাত থেকে রক্ষা পাচ্ছেনা। আমরা মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার ধর্ষণে অভিযুক্তদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ফাঁসির দাবি জানাচ্ছি। নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।
গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব জিকু সরকারের সঞ্চালনায় কর্মসূচিতে আরো বক্তব্য দেন, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌসী জাহান সুপ্তি, সহ দপ্তর সম্পাদক মারজিয়া জাহান মুনসুর, কোষাধ্যক্ষ মাজেদা, গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিরাজ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি হুমায়ূন কবির, শহীদুল ইসলাম মিলটন, সদস্য তাজ উদ্দিন ভুট্টো, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম রক্তিম, মহিউদ্দিন তালুকদার আকাশ, রামগোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স