ঢাকা , শুক্রবার, ২১ মার্চ ২০২৫ , ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটের হত্যা মামলার আসামী আলফাজ ঢাকার কেরাণীগঞ্জ হতে র‌্যাব কর্তৃক গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৩-২০ ১৩:৪৯:৫৩
বাগেরহাটের হত্যা মামলার আসামী আলফাজ ঢাকার কেরাণীগঞ্জ হতে র‌্যাব কর্তৃক গ্রেফতার। বাগেরহাটের হত্যা মামলার আসামী আলফাজ (৫৫) ঢাকার কেরাণীগঞ্জ হতে র‌্যাব কর্তৃক গ্রেফতার।




নিজস্ব প্রতিবেদক
গত ১৮/০২/২০২৫ তারিখে বাগেরহাটের কচুয়া থানার ধোপাখালী ইউনিয়ন বিএনপি-এর কমিটি নির্বাচনকে কেন্দ্র করে লিয়াকত গ্রুপ ও আফজাল গ্রুপের মধ্যে গত ১১/০২/২০২৫ তারিখ সকাল অনুমান ১১:৩০ ঘটিকায় বাগেরহাট সদর থানার দোপাড়া ব্রীজ এলাকায় মারামারি হয়। মারামারির একপর্যায়ে লিয়াকত গ্রুপের  শওকত শেখ (৫৫) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

উক্ত ঘটনায় লিয়াকত হোসেন (৪২) বাদী হয়ে বাগেরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং- ০৯, তারিখ- ১৫/০২/২০২৫,ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/১১৪/৫০৬(২) পেনাল কোড, ১৮৬০। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম শওকত শেখ মৃত্যুবরণ করলে বর্ণিত মামলার সহিত ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ সংযুক্ত হয়।

এরই ধারাবাহিকতায় গতকাল ১৯/০৩/২০২৫ তারিখ রাত আনুমানিক ২১:৫৫ ঘটিকায় র‌্যাব- ও র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার তেঘরিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উল্লেখিত হত্যা মামলার এজাহারনামীয় আসামী আলফাজ হাওলাদার (৫৫), পিতা-মৃত কাদের হাওলাদার, সাং-কামারগাতী, থানা-কচুয়া, জেলা-বাগেরহাট’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ