কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
আপডেট সময় :
২০২৫-০৩-২০ ১৩:৩০:৩৫
কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০মার্চ) সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এখনো নিহতের পরিচয় পাওয়া যায়নি।
যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক এসআই নাজিম উদ্দিন জানান, আজ ভোরে হাতিয়া এলাকায় উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা আলুবাহী ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা চালবাহী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালবাহী ট্রাকের চালক নিহত হন।
এসময় আহত হন চালক ও সহকারীসহ আরও তিনজন। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স