ঢাকা , বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ , ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাকৃবিতে বৃহত্তর খুলনা সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০৩-২০ ০১:৩৮:০৪
বাকৃবিতে বৃহত্তর খুলনা সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাকৃবিতে বৃহত্তর খুলনা সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত





বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহত্তর খুলনা সমিতির (খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট) উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের গ্যালারিতে এই মাহফিলের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে বৃহত্তর খুলনা সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিটিআই এর অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম । এছাড়াও উপস্থিত ছিলেন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান, পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন, অধ্যাপক ড. এ কে এম আহসান কবির, এস. এম. আরিফুল ইসলাম ও সুমাইয়া বিনতে আয়শা।ইফতার মাহফিলে বৃহত্তর খুলনা অঞ্চল থেকে আগত বিশ্ববিদ্যালয়ের ৭০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন বলেন, রমজানের শিক্ষাই হলো ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা। বৃহত্তর খুলনা অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা আরও দৃঢ় করতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই, শিক্ষার্থীরা একে অপরের পাশে থেকে একসঙ্গে এগিয়ে যাক।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। 





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ