গাজায় ইসরায়েলি হামলা ও ভারতের সহিংসতার প্রতিবাদে বাকৃবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ
আপডেট সময় :
২০২৫-০৩-২০ ০১:১০:৫০
গাজায় ইসরায়েলি হামলা ও ভারতের সহিংসতার প্রতিবাদে বাকৃবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ
বাকৃবি প্রতিনিধি
যুদ্ধবিরতি অমান্য করে গাজায় ইসরায়েলি হামলা ও ভারতে সাম্প্রদায়িক সহিংসতায় হত্যার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাকৃবি শাখা।
বুধবার (১৯ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় ।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সঞ্জয় রায় এবং সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক জায়েদ হাসান ওয়ালিদ। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সহ-সম্পাদক জাবের ইসলাম ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক মাসরুল আহসান।
সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধবিরতির মধ্যে ১৮ মার্চ মার্কিন মদদে গাজায় ইসরায়েলি বাহিনী অতর্কিত বিমান ও ড্রোন হামলা চালিয়ে চার শতাধিক নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। এটি মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। শুধু ফিলিস্তিন নয়, সিরিয়া, ইয়েমেন ও ইউক্রেনেও মার্কিন সাম্রাজ্যবাদ তার আগ্রাসী ভূমিকা অব্যাহত রেখেছে। মধ্যপ্রাচ্য ও ইউরোপে মার্কিন আধিপত্য বিস্তার, খনিজ সম্পদ দখল এবং অস্ত্রব্যবসার স্বার্থেই তারা এসব রক্তপাত চালিয়ে যাচ্ছে।
ভারতের সাম্প্রদায়িক হামলার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, ‘উত্তর প্রদেশে হোলি উৎসবের দিন মসজিদে যাওয়ার পথে এক মুসলিম ব্যক্তিকে উন্মত্ত জনতা নির্মমভাবে আক্রমণ করে, যার ফলে তিনি মৃত্যুবরণ করেন। এই হামলার পেছনে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের সাম্প্রদায়িক রাজনীতি সরাসরি দায়ী। ধর্মের মানবিক উদ্দেশ্যকে বিকৃত করে বিজেপি ফ্যাসিবাদী শাসনকে সুসংহত করতে চাচ্ছে।’
তারা অবিলম্বে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন, এবং সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সকল মানবিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশে বাকৃবি ছাত্র ফন্টের সভাপতি সঞ্জয় রায় তার বক্তব্যে ফিলিস্তিনে মার্কিন মদদে ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং ভারতে সাম্প্রদায়িক সহিংসতার বিচার দাবি করেন। একই সঙ্গে তিনি বিশ্বব্যাপী নিপীড়িত মানুষের একতাবদ্ধ লড়াই গড়ে তোলার আহ্বান জানান।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স