ঢাকা , শনিবার, ২২ মার্চ ২০২৫ , ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

তরমুজের বাড়তি দামে দিশেহারা রায়গঞ্জের নিম্ন-মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুযেরা


আপডেট সময় : ২০২৫-০৩-১৯ ২৩:৫৮:৪১
তরমুজের বাড়তি দামে দিশেহারা রায়গঞ্জের নিম্ন-মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুযেরা তরমুজের বাড়তি দামে দিশেহারা রায়গঞ্জের নিম্ন-মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুযেরা


 
 
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
 
সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে উঠেছে আগাম গ্রীস্মকালীন রসালো ফল তরমুজ। কিন্তু এই রমজানে সবজির বাজার সাভাবিক থাকলেও তরমুজের বাড়তি দামে দিশেহারা উপজেলার নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো।তরমুজের পাশাপাশি বাড়তি রয়েছে, আপেল, কমলা, মালটা সহ সব ধরণের ফলের দাম।

গত দুদিনে উপজেলার নিমগাছি বাজার, ভুইয়া গাতী বাজার, ধানগরা বাজার, ব্রম্যগাছা বাজার, নলকা, এরান্দহ, গ্রামপাঙ্গাসী ও হাটাপাঙ্গাসী বাজারে গিয়ে দেখা যায়, মৌসুমি ফল ব্যবসায়ীরা সারিসারি ভাবে তরমুজ সাজিয়ে রেখেছেন। তবে বিক্রি করা হচ্ছে বেশ চড়া দামে। প্রতি কেজি তরমুজ বিক্রি করা হচ্ছে ৪৫ টাকা থেকে ৫০ টাকায়। আবার কোনো কোনে বাজারে বিক্রি করা হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। ফলে সাধারণ মানুযের ক্রয় ক্ষমতার বাইরে এই তরমুজের দাম।

তরমুজ কিনতে আসা অটোভ্যান চালক রেজাউল করিম বলেন, বাজারে আগাম তরমুজের আমদানি থাকলেও দাম অনেক চড়া। আমাদের মতো দিন মজুরের পক্ষে বর্তমান বাজার থেকে তরমুজ কেনা খুবই কস্টকর।

তরমুজ কিনতে আসা মোঃ মানিক, রফিকুল ইসলাম, আসলাম উদ্দিন ও মর্জিনা বেগমের সাথে কথা হলে তারা জানান, তরমুজের দাম শুনেই হতাশ হয়েছেন তারা। তাই তরমুজ না কিনেই বাড়ি ফিরে যাচ্ছেন। এদিকে তরমুজ সহ ফলমুলের বাজার সহণীয় রাখতে প্রশাসনের সুদৃস্টি কামনা করেন উপজেলার নিম্ন-মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষেরা।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ