সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতির বিপরীতে ভবিষ্যৎমুখী একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় কাজ করছে। এ লক্ষ্য অর্জনে দলটি একটি নতুন সামাজিক চুক্তিতে পৌঁছানোর জন্য সচেষ্ট থাকবে। জনগণ অধীর আগ্রহে ভোটের অপেক্ষায়, তিনি সরকারের প্রতি দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবি তোলেন।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৫টায় বালাগঞ্জ উপজেলার বাংলাবাজারে পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, “দেশে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যায়কারীদের কোনোভাবেই আশ্রয় দেওয়া যাবে না, কারণ বিএনপি ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।”
পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মনির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরিফ হোসেনের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিএনপি নেতা কামরুল হুদা জায়গীরদার, গোলাম রাব্বানী, ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান, এম মুজিবুর রহমান, মাহবুব আলম, লুৎফুর রহমান, শাহীন আলম জয়, আবদুল বাছিত, আমিরুল ইসলাম রুবেল, নজরুল ইসলাম, তোফায়েল সুহেল, আফজাল মেম্বার, কবির মিয়া, যুবদল নেতা সুমিম আহমদ, আরিফ, ছাত্রদল নেতা সালমান খান, মাহিন উদ্দিন ও জাকির আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।