মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা, জাতীয় সংসদের সাবেক হুইপ ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান সৈয়দ শহীদুল হক জামালের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৮ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যায় তার রুহের মাগফেরাত কামনায় স্বরূপকাঠির ছারছিনা দরবার শরীফ ও বানারীপাড়া উপজেলার লবণসাড়া গ্রামের বাড়ির জামে মসজিদ ও আউয়ার বাজার সৈয়দ আহমেদ ফকির জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে পবিত্র কোরআনখানি, দোয়া-মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও পবিত্র মক্কা শরীফে ওমরা হজ¦ব্রত পালণ করতে যাওয়া মরহুমের স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যরা পবিত্র কাবা ঘরে তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করেন।
উল্লেখ্য, ২০২০ সালের ১৮ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় বিএনপির তিন বারের সাবেক সংসদ সদস্য সৈয়দ শহীদুল হক জামাল ইন্তেকাল করেন।
রাহাদ সুমন,বানারীপাড়া
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স