কটিয়াদীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদÐ এম এ কুদ্দুছ,
আপডেট সময় :
২০২৫-০৩-১৯ ২১:০৪:২৭
কটিয়াদীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদÐ এম এ কুদ্দুছ,
প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে মায়ের অভিযোগের ভিত্তিতে মো. সেলিম মিয়া (২৪) নামে এক মাদকাসক্ত যুবককে ছয় মাসের কারাদÐ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ মার্চ) বকিালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা এই দÐ প্রদান করেন।
মাদকাসক্ত মো. সেলিম মিয়া কটিয়াদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কামারকোনা মহল্লার মো. কাদির মিয়ার ছেলে। তার মা মোছা. হাজেরা আক্তার জানান, তার এক ছেলে ও তিন মেয়ের মধ্যে সেলিম তৃতীয় সন্তান। তিনি দীর্ঘদিন ধরে মাদকের নেশায় আসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য প্রায়ই মায়ের ওপর শারীরিক নির্যাতন চালাতেন।
এমনকি মারধরের কারণে মায়ের এক হাত ও এক পা ভেঙে যায়, যা প্লাস্টার করতে হয়েছে। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হাজেরা আক্তার কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেলিমকে আটক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা জানান, জিজ্ঞাসাবাদে সেলিম মাদক সেবন ও মাকে মারধরের কথা স্বীকার করেছেন। আইন অনুযায়ী তাকে ছয় মাসের কারাদÐ দেওয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স