মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী বাজারে অবস্হিত উপসহকারী কৃষি কর্মকর্তাদের কোয়ার্টার কাম-অফিসটি বর্তমানে ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়ে অচলাবস্হায় পড়ে আছে। যুগের পর যুগ এ কোয়াটার্টি সংস্কার না করায় এ কোয়ার্টারটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে। অনেক আগেই খোয়া গেছে ভবনগুলোর আসবাবপত্র ও অন্যান্য অবকাঠামো। সম্পূর্ণ নতুন করে নির্মাণ করা ছাড়া এ ভবনটি সংস্কার কিংবা মেরামতের আর কোনো উপায় নেই বললেই চলে।
জানা যায়, উপজেলার প্রতিটি কৃযকের ঘরে ঘরে গিয়ে পরামর্শ ও সেবা পৌঁছে দেওয়ার উদ্দশ্যে ইউনিয়নের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের জন্য এ অফিস কাম বাসা এবং এখান থেকে খুব সহজেই দূর-দূরান্তের কৃষকদের কাছে সার, বীজ সহ অন্যান্য কৃষি উপকরণগুলো পৌঁছে দিতেই ইউনিয়ন ভিত্তিক এ কোয়ার্টারটি নির্মাণ করা হয়েছিল। এ ছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপজেলার ইউনিয়ন ভিত্তিক কোয়ার্টারগুলোতে অবস্হান করে দিন ও রাতের যে কোনো সময় এলাকার কৃষকরা চাষাবাদ নিয়ে কোনো সমস্যায় পড়লে সেই বিষয়ে পরামর্শ এবং সহযোগিতা প্রদান করে থাকতেন। কিন্তু বর্তমানে এ কোয়ার্টারটি ময়লা-আবর্জনায় ভরে গিয়ে ভূতের বাড়িতে পরিনত হয়েছে।
এ ভবনটি বছরের পর বছর পরিত্যক্ত অবস্হায় পড়ে আছে। গণশৌচাগার হিসেবে ব্যবহার করছেন স্হানীয়রা। অথচ এক সময় এলাকার কৃষকগণ এই গ্রামপাঙ্গাসী বাজারে অবস্হিত কৃষি কোয়ার্টারে এসে কৃষি সেবা নিতেন। কিন্তু বহু বছর পার হয়ে গেলেও এখানে একটি নতুন ভবণ নির্মাণের জন্য উদ্দোগ গ্রহণ করা হচ্ছে না। যার কারনে এলাকাবাসী ইচ্ছে করলেও অফিসারদের সব সময় হাতের কাছে পাওয়া সম্ভব হয়ে ওঠে না।
বিশেষ প্রয়োজন হলে অফিসারদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে হয়। আবার সার, বীজ কিংবা অন্যান্য কৃষি উপকরণগুলো নিতে হলে প্রায় ৭/৮ কিলোমিটার পাড়ি দিয়ে উপজেলা কৃষি অফিসে যেতে হয়। এতে করে কৃষকদের টাকা ও সময় দুটোই নস্ট হয়ে থাকে। এমতাবস্হায় উপজেলার গ্রামপাঙ্গাসী বাজারে অবস্হিত কৃষি কোয়ার্টারটি সংস্কার বা সম্পূর্ণ নতুন করে নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃস্টি কামনা করেছেন এলাকাবাসী।