ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ভালুকায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৮ মার্চ বিকেলে উপজেলার কাচিনা ইউনিয়নের কাচিনা ফাজিল মাদ্রাসা মাঠে ৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপির উদদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গুলজার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য সোহেল তালুকদার, হালিমুল্লাহ, আশরাফ উদ্দিন, ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শামসুল ইসলাম সুরুজ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলাল উদ্দিন মেম্বার,৭ নং ওয়ার্ড সভাপতি রাকিবুল ইসলাম রবি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির বুলবুল, সাদিকুর রহমান লিটন, আঃ রহিম রকি, রহমান খান, স্বেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার হোসেন মন্ডল, যুবদল নেতা সৈকত তালুকদার, ইঞ্জিনিয়ার সোহেল রানা, একাব্বর হোসেন মন্ডল, ফরহাদ রেজা, ছাত্রদল নেতা হুমায়ুন আহমেদ সৃজন, শরীফ মোল্লা, শাহীন মন্ডল, আশরাফুল ইসলাম, বিজয় মন্ডল, জান্নাতুল নাঈম মিজান, তুষার, রোকন, নোবেল, মেহেদী হাসান উদয়, ফারুক হোসেন, হান্নান, স্বেচ্ছাসেবক নেতা মনির ও মোতালেব সহ আরও অনেকে।