রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি,
আজ ১৮ মার্চ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা, জাতীয় সংসদের সাবেক হুইপ ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান সৈয়দ শহীদুল হক জামালের ৫ম মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ১৮ মার্চ বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় স্বরূপকাঠির ছারছিনা দরবার শরীফ ও বানারীপাড়া উপজেলার লবণসাড়া গ্রামের বাড়ির জামে মসজিদ ও আউয়ার বাজার জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে পবিত্র কোরআনখানি, দোয়া-মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
এছাড়াও পবিত্র মক্কা শরীফে ওমরা হজ¦ব্রত পালণ করতে যাওয়া মরহুমের স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যরা পবিত্র কাবা ঘরে তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করবেন। প্রসঙ্গত, গণমানুষের নেতা সৈয়দ শহীদুল হক জামাল ১৯৯১,১৯৯৬ (১৫ফেব্রুয়ারী) ও ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ও পিরোজপুর জেলার সংযুক্ত বানারীপাড়া-স্বরূপকাঠি আসনে বিএনপির প্রার্থী হিসেবে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মেহেরপুর ও পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও ছিলেন। সৈয়দ শহীদুল হক জামাল বানারীপাড়া ও স্বরূপকাঠি উপজেলায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে “উন্নয়নের রূপকার” ও গরীব-দুঃখী মানুষসহ সকলের ‘ভাইজান’ হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন।