ঢাকা , বুধবার, ১৯ মার্চ ২০২৫ , ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে ৩ দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


আপডেট সময় : ২০২৫-০৩-১৮ ১৬:৪০:০২
বাগেরহাটে ৩ দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বাগেরহাটে ৩ দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


 
 
বাগেরহাট প্রতিনিধিঃ 
 
বাগেরহাটে অর্থ মন্ত্রণালয়ের অবৈধ চিঠি বাতিল সহ ৩ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেণ জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার (১৭মার্চ) বেলা এগারোটায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে কর্মসূচি পালিত হয়।
 
শিক্ষকদের দাবিগুলো হচ্ছে, ৪৮ হাজার ৭২০ জন শিক্ষকের উত্তোলিত টাইমস্কেল সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধানে ১২ আগষ্ট ২০২০ তারিখে অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত পত্রটি বাতিল করা, অধিগ্রহণকৃত বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক (চাকুরীর শর্তাদি নির্ধারণ) বিধিমালা- ২০১৩ এর বিধি ২ (গ) অনুযায়ী জ্যেষ্ঠতা, পদোন্নতি প্রদান করা এবং  অধিগ্রহণকৃত বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কর্তৃক নিয়োগ প্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নাম গেজেট থেকে বাদ পড়ায় গেজেটে অন্তর্ভূক্ত করতে হবে।
 
বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক সেখ আব্দুস ছত্তার, বিকাশ চন্দ্র সাহা, জাকির হোসেন, তালুকদার রেজাউল করিম, আতিয়ার রহমান, মোঃ ইব্রাহিম আলী, মোঃ রবিউল আলী, মোঃ শাহিনুর কবির,এইচ এম জাকির হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ নেওয়াজ, মোঃ ফরিদুল ইসলাম প্রমুখ।
 
বক্তারা বলেন, শিক্ষকদের জন্য যতগুলো আইন ও পরিপত্র মন্ত্রণালয় কর্তৃক জারী করা হয়েছে তার কোনটাতেই জাতীয়করণের তারিখ চাকুরীকাল গণনা করার কথা বলা হয় নাই। জাতীয়করণের পূর্বের চাকুরীকাল ৫০% গণনা না করে হিসাবরক্ষণ অফিসগুলো জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উত্তোলনকৃত টাইমস্কেল ফেরত প্রদানের জন্য অপচেষ্টা চালাচ্ছে । আর যে সকল শিক্ষক অবসরে যাচ্ছেন তাদের টাইমস্কেল বেআইনি ভাবে কেটে নিচ্ছেন বিষয়টি খুবই দুঃখজনক। আমরা অর্থ মন্ত্রণালয়ের অবৈধ চিঠি বাতিলের দাবি জানাচ্ছি। না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষনা দেন শিক্ষকরা।
 
মানববন্ধন শেষে শিক্ষকরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহন করেন।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ