ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতাঃ- ময়মনসিংহের ভালুকায় নিজ জমিতে মাটি ভরাট করতে গেলে আবু সাইদ গংরা বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার ডাকাতিয়া চৌরাস্তা এলাকায়।
জানা যায়, ভুক্তভোগী সিরাজুল ইসলাম ডাকাতিয়া মৌজার ৭৬৪০ নং দাগে ২৫ শতক জমি ক্রয় করেন। সিরাজুল ইসলাম রেকডিয় জমি নিজ নামে খতিয়ান খুলে অনলাইনে খাজনা পরিশোধ করেন। ভুক্তভোগীর দাবি ১৪ মার্চ নিজ জমিতে মাটি ভরাট করতে গেলে একই এলাকার আবু বকর সিদ্দিক ও তার ছেলে আবু সাইদ একদল লোক নিয়ে মাটি ভরাট কাজে বাধা প্রদান করে। এ ঘটনায় এলাকার জনমনে ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়।
এদিকে অভিযুক্ত আবু বকর সিদ্দিকের ছেলে আবু সাইদ বলেন, আমার বাবা সিরাজুল ইসলামের কাছে ২৫ শতক জমি বিক্রি করে। কিন্তু সিরাজুল ইসলাম তার নামে ২৬ শতক জমি কি ভাবে বিআরএস নিয়েছে? তারপর আবার তারা ৩৩ শতক জমি ভোগ দখল করে খাচ্ছে। আমি দীর্ঘদিন বিদেশে অবস্থান করায় জমি সংক্রান্ত কাগজ বুঝিনা। আমার এলাকার এক কাকা কাগজ পত্র ঘেটে আমাকে বলেছে আমরা সেখানে ৮ শতক জমি পাবো তাই মাটি ভরাটে বাধা দিয়েছি।
আমি ওই জমির উপর ১৪৪ ধারা জারি করিয়েছ, তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাটি ভরাট করছে।