সোমবার (১৭মার্চ) শহরের উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সকাল ১০ ঘটিকার সময় জেলার বিভিন্ন এনজিও সংস্থার নির্বাহী পরিচালকদের অংশগ্রহণে এ আয়োজনটি অনুষ্ঠিত হয়।
এডাব এর নওগাঁ জেলা শাখার সদস্য সচিব ও জননী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আকরামুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইবনুল আবেদীন।
অনুষ্ঠানে ভিডিও প্রদর্শনের মাধ্যমে ধারণাপত্র উপস্থাপন করেন, এডাব এর রাজশাহী বিভাগীয় সমন্বয়ক লিটুস কুবি।
এ সময় প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যের পাশাপাশি সমাপনি বক্তব্য রাখেন, এডাব- নওগাঁ জেলা শাখার সভাপতি ও দাবী'র নির্বাহী পরিচালক আশাফুন নাহার এবং বিশেষ অতিথির পাশাপাশি পর্যায়ক্রমে উন্মুক্ত আলোচনায় অংশ নেন জেলার বিভিন্ন এনজিও সংস্থার নির্বাহী পরিচালকবৃন্দ।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিৃথির পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ সদর উপজেলা তথ্য কেন্দ্র এর তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খোন্দকার।