ঢাকা , বুধবার, ১৯ মার্চ ২০২৫ , ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

১৫টি মামলার পলাতক আসামী শওকত আলী মেম্বারকে সিলেট কোতয়ালী থানাধীন বন্দর বাজার এলাকা থেকে গ্রেফতার।


আপডেট সময় : ২০২৫-০৩-১৮ ১৩:৫৯:৪৯
১৫টি মামলার পলাতক আসামী শওকত আলী মেম্বারকে সিলেট কোতয়ালী থানাধীন বন্দর বাজার এলাকা থেকে গ্রেফতার। ১৫টি মামলার পলাতক আসামী শওকত আলী মেম্বারকে সিলেট কোতয়ালী থানাধীন বন্দর বাজার এলাকা থেকে গ্রেফতার।




 
নিজস্ব প্রতিবেদক

সিলেট এর অভিযানে সংঘবদ্ধ অপরাধী চক্রের মূলহোতা ও ১৫টি মামলার পলাতক আসামী শওকত আলী মেম্বারকে সিলেট কোতয়ালী থানাধীন বন্দর বাজার এলাকা থেকে গ্রেফতার।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, ধর্ষণ, মানবপাচার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, বনদস্যু/জলদস্যু, ডাকাত ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।  এরই ধারাবাহিকতায় প্রাপ্ত গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব- সিপিএসসি এর একটি আভিযানিক দল ১৬ মার্চ ২০২৫ খ্রিঃ তারিখ ১৩.৩০ ঘটিকায় সিলেট কোতয়ালী থানাধীন বন্দর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এফআইআর নং-৭, তারিখ- ০৫ মার্চ ২০২৫ খ্রিঃ, ধারাঃ ১৪৩/ ৪৪৭/৪৪৮/৩২৩/৩৭৯/৩৮০/৩৮২/৪২৭/৫০৬ (২)/১১৪/৩৪ দঃবিঃ এর মূলে এজাহার নামীয় পলাতক আসামী- মোঃ শওকত আলী মেম্বার (৫০), পিতা- আছদ্দর আলী, সাং- উত্তর কালনিরচর, থানা- জগন্নাথপুর, জেলা- সুনামগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ