ঢাকা , মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ , ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


আপডেট সময় : ২০২৫-০৩-১৭ ২০:১২:৩৬
নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


 
 
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীর (৪০) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। চেক ডিজঅনার মামলায় রোববার (১৬ মার্চ) ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিরাজুল ইসলাম রাসেল এ আদেশ দেন।
 
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত জানান, নলছিটির মল্লিকপুর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান ২০২৪ সালের ১৯ ডিসেম্বর বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগ এনে মামলা করেন। মামলার পরপরই আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করেন। তবে নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় আদালত আজ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
 
উল্লেখ্য, বিজন কৃষ্ণ খরাতী নলছিটি উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে তার বিরুদ্ধে ওঠা এ মামলায় এখন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ