ডাকাত দিপু র্যাব কর্তৃক নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ হতে গ্রেফতার
আপডেট সময় :
২০২৫-০৩-১৭ ১৯:৫৯:২২
ডাকাত দিপু র্যাব কর্তৃক নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ হতে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
গত ০৩/০২/২০২৫ তারিখ ভোর অনুমান ০৪.৩০ ঘটিকায় রাজধানী ডেমরায় অবস্থিত বার্জার পেইন্টস বাংলাদেশ লিঃ কোম্পানীর মেইন গেইড টপকিয়ে অজ্ঞাতনামা ৯/১০ জন ডাকাত কোম্পানীর ভিতর প্রবেশ করে ডিউটিতে থাকা সিকিউরিটি গার্ডদের হাত-পা মাফলার ও দড়ি দিয়ে বেঁধে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ৪,৮০,০০০/- (চার লক্ষ আশি হাজার) টাকা মূল্যমানের জিপিএস ট্র্যাকিং মোবাইল ৩৯ টি, ৬০,০০০/- (ষাট হাজার) টাকা মূল্যমানের ০৪ টি জেনারেটরের ব্যাটারী ও নগদ ৫,৯০,৩৮৮/- (পাঁচ লক্ষ নব্বই হাজার তিনশত আটাশি) টাকা ডাকাতেরা জোরপূর্বক নিয়ে যায়।
উক্ত ঘটনায় বার্জার পেইন্টস বাংলাদেশ লিঃ কোম্পানীর ইনচার্জ, ব্রাঞ্চ অপারেশনস দায়িত্বে থাকা মো: সাজ্জাদ হোসাইন (৩১) বাদী হয়ে রাজধানীর ডেমরা থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার বিষয়টি জানতে পেরে উল্লেখিত ঘটনায় জড়িত আসামী আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে উক্ত মামলার ডাকাতির ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে র্যাব-১০, র্যাব-১১ ও র্যাব-১২ এর যৌথ আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৬/০৩/২০২৫ তারিখ দুপুর অনুমান ১২.০০ ঘটিকায় র্যাব-১০, র্যাব-১১ ও র্যাব-১২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় নারায়ণঞ্জের সিদ্দিরগঞ্জ থানার সোনামিয়া মার্কেট এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজধানীর ডেমরা থানার মামলা নং- ০২, তারিখ- ০৪/০২/২০২৫, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড, ১৮৬০ এর আসামী মাকসুদুর রহমান দিপু (২৫), পিতা- মনির হোসেন, সাং- রামনগর, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স