ঢাকা , সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের আগে শতভাগ উৎসব ভাতাসহ ১০ দফা দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির মানববন্ধন


আপডেট সময় : ২০২৫-০৩-১৭ ০২:১৩:৫৫
ঈদের আগে শতভাগ উৎসব ভাতাসহ ১০ দফা দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির মানববন্ধন ঈদের আগে শতভাগ উৎসব ভাতাসহ ১০ দফা দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির মানববন্ধন




বাগেরহাট প্রতিনিধিঃ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ আসন্ন ঈদের আগে শতভাগ উৎসব ভাতা পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা প্রদান এবং ( EFT) সমস্যার দ্রুত সমাধানসহ ১০ দফা দাবিতে মানববন্ধন করেছে, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ।

এ সময় দাবি পূরণে সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করা না হলে ঈদের পর সারাদেশে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। শনিবার (১৬মার্চ) বেলা ১১ টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় বাগেরহাট জেলার বাংলাদেশ শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক লুৎফর রহমান তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি শেখ হুমায়ুন কবিরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। 

এ সময় বাংলাদেশ শিক্ষক সমিতির বাগেরহাট জেলার সভাপতি শেখ হুমায়ুন কবির বলেন, শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি বেসরকারি বৈষম্য দূর করার জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ আসন্ন ঈদের আগে শতভাগ উৎসব ভাতা পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতাসহ দশ দফা দাবিতে মানববন্ধন। দেশের সিংহভাগ পরিচালিত হচ্ছে বেসরকারি শিক্ষক কর্মচারীর মাধ্যমে। এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীগণ মাত্র ১০০০ টাকা বাড়ি ভাড়া ২৫% উৎসব ভাতা এবং ৫০০ টাকা মাত্র চিকিৎসা পাতা পাই অথচ কারিকুলামের অধীনে একই সিলেবাসে একই একাডেমিক সময়সূচী একই ভাবে প্রশ্ন পত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থাকে আর্থিক সুবিধা  প্রাপ্তির ক্ষেত্রে সরকারি বেসরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড় সমান বৈষম্য ‌।

এই বৈষম্য দূরীকরণের জন্যই আমরা আজকে মানববন্ধন করছি। তৎকালীন সরকারের সাথে দীর্ঘ আলোচনার পরও আমাদের উত্থাপিত দাবি সংগ্রহ যৌক্তিক বলে বিবেচিত হওয়ায় সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষ্য দুটি কমিটি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বিগত সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। তাই আমরা এমন না যে আমরা আন্দোলন করতে পারি না । এরপর যদি দাবি পূরণের সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে পবিত্র ঈদুল ফিতরের পরে সারা দেশের  এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারীরা বৈষম বিরোধী ছাত্রদের নিয়ে কঠোর থেকে কঠোরতার কর্মসূচি পালনে বাধ্য হবেন।শিক্ষা উপদেষ্টা কে জানিয়ে দিতে চাই। আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ কোনো ক্ষেত্রেই যেন বৈষম্য না থাকে, মানববন্ধন শেষে  জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ