শহীদদের স্মরণে বাকৃবি শাখা ছাত্রদলের পদযাত্রা
আপডেট সময় :
২০২৫-০৩-১৭ ০২:০৬:৩৫
শহীদদের স্মরণে বাকৃবি শাখা ছাত্রদলের পদযাত্রা
বাকৃবি প্রতিনিধি,
মার্চ ১৯৭১ থেকে জুন ২০২৪ পর্যন্ত সকল শহীদদের স্মরণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের উদ্যোগে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের পূবালী ব্যাংকের সামনে থেকে শুরু হয়ে বাকৃবি শাখা ছাত্রদল আয়োজিত এই পদযাত্রা শেষ হয় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে।
ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তুষার ও ছাত্রদল নেতা শাহিনের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে দলটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তুষার বলেন, শুধু ১৯৭১-এই নয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও জনগণ জীবনবাজি রেখে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে। শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী জনগণ ২০২৪-এর গণঅভ্যুত্থানে অংশ নিয়ে বিজয় ছিনিয়ে এনেছে। আমি নিজেও ২৪-এর অভ্যুত্থানের একজন সম্মুখযোদ্ধা হিসেবে এই আন্দোলনে অংশ নিয়েছি এবং শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে জনাব তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি।
তিনি আরও বলেন, ৭১-এর পাশাপাশি ২৪-এর শহীদ ও ত্যাগীদের আমরা যেন ভুলে না যাই। তাদের স্মরণেই আজকের এই পদযাত্রা। বর্তমানে একটি গোষ্ঠী নানা ষড়যন্ত্রের মাধ্যমে ৭১ ও ২৪-এর অর্জনকে বিতর্কিত করার চেষ্টা করছে। তারা বিভিন্ন মব বা বিশৃঙ্খলা তৈরি করে ইতিহাসকে বিকৃত করছে। তাই সাধারণ ছাত্রসমাজকে এসব ষড়যন্ত্র সম্পর্কে আরও সজাগ ও সতর্ক থাকতে হবে। ৭১,৯০,২৪ এর চেতনা সমুন্নত রাখতে বাকৃবি ছাত্রদল বদ্ধপরিকর।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স