ঢাকা , রবিবার, ১৬ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পীরগঞ্জে ভটভটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আশঙ্কাজনক ১ ঃ-


আপডেট সময় : ২০২৫-০৩-১৬ ০০:০৫:৫৭
পীরগঞ্জে ভটভটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আশঙ্কাজনক ১ ঃ- পীরগঞ্জে ভটভটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আশঙ্কাজনক ১ ঃ-
 

মোস্তফা মিয়া পীরগন্জ রংপুর থেকেঃ
 ভটভটির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে-মোটরসাইকেল চালকসহ নিহত ১ জন ও  আশঙ্কাজনক ১। 

মর্মান্তিক এ ঘটনা ঘটেছে, আজ শনিবার সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার খালাশপীর - ভেন্ডাবাড়ী রাস্তার পাঁচ মাথা নামক স্থানে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঘটনার সময় আনন্দনগরের  রাস্তা দিয়ে আসা পাঁচমাথাগামী মোটরসাইকেল পাঁচমাথায় পৌছিলে, ভেন্ডাবাড়ী থেকে ছুটে আসা, খালাশপীরগামী স্যালো মেশিন চালিত ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে মোটরসাইকেল চালক সাত্তার ফকির (৪৫) ঘটনা স্থলেই নিহত হয় এবং অপর মোটরসাইকেল যাত্রী ইউসুফ আলী (৩৫) গুরুতর আহত হয়। পরে পথচারীরা, আহত ইউসুফ আলীকে অটো রিক্সা যোগে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে গেলে, মিঠাপুকুর এলাকায় পৌঁছে,

আহত ইউসুফ আলীও মারা যায়। নিহত মোটরসাইকেল চালক সাত্তার ফকির, পীরগঞ্জ উপজেলার ৯ নম্বর সদর ইউনিয়নের  বাজে কাশিমপুর গ্রামের বাসিন্দা এবং মোটরসাইকেল যাত্রী নিহত ইউসুফ আলী। 

একই উপজেলার ৫ নম্বর মদনখালী ইউনিয়নের খেড়ুয়া আলমপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে । 
অবশ্য, অবস্থা বেগতির দেখে-দুর্ঘটনা কবলিত ভটভটিটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ