ব্রাহ্মণপাড়ায় ৪২৮৮০ জন শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামি এ প্লাস ক্যাপসুল
আপডেট সময় :
২০২৫-০৩-১৫ ২২:৪৩:০৯
ব্রাহ্মণপাড়ায় ৪২৮৮০ জন শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামি এ প্লাস ক্যাপসুল
মোঃ অপু খান চৌধুরী।
সারা দেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৪২৮৮০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। গতকাল ১৫ মার্চ (শনিবার) সকাল ১০ টায় ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর উদ্বোধন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শেখ হাসিবুর রেজা।
এসময় উপস্থিত ছিলেন ডাঃ শঙ্কজিৎ সমাজপতি, ডাঃ তোফায়েল আহমেদ, ডাক্তার সোহেল রানা (ইউনানী) ইপিআই আবুল কাশেমসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও কর্মচারীবৃন্দ। এ বছর উপজেলায় ১৯২ টি অস্থায়ী ক্যাম্পে এবং ১ টি স্থায়ী ক্যাম্পের মাধ্যমে এ সকল ভিটামি এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। শিশুদের মধ্যে ৬-১১ মাস বয়সী ৩৮৯৭ জনকে ১ লক্ষ ইউনিট এবং ১২-৫৯ মাস বয়সী ৩৮৯৮৩ জনকে ২ লক্ষ ইউনিট করে খাওয়ানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স