চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন রায়গঞ্জের কৃষকেরা
আপডেট সময় :
২০২৫-০৩-১৫ ২১:২৮:১২
চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন রায়গঞ্জের কৃষকেরা
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার কৃষকেরা এবার ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন। উতপাদন খরচ কম, দাম ভালো ও চাহিদা বেশি থাকায় দিন দিন ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। উপজেলার কৃষকেরা এখন ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন।
উপজেলার নিমগাছি, সোনাখারা, ধূপিল, ভুঁইয়া গাতী, ব্রম্যগাছা, ধানঘরা, নলকা ও পাঙ্গাসী সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় মাঠকে মাঠ ভুট্টার আবাদ। এদিকে উপজেলার শ্রীদাসগাতী গ্রামের মোঃ আনোয়ার হোসেন, চানমোহাম্মাদ, মন্টু সরকার ও মোহাম্মাদ আলী জিন্নাহ জানান, এবার তারা কয়েক বিঘা জমিতে ভুট্টার চাষ করেছেন।
আবহাওয়া অনুকূলে থাকলে এবারও ভুট্টার বাম্পার ফলন হবে বলে জানান, উপজেলার আরেক কৃষক মোঃ আলি মুদ্দিন। উপজেলার কাঁঠাল পচা, নাড়ুয়া, বেংনায়, তেঘুরি, মথুরাপুর, বোয়ালিয়ারচর, এরান্দহ সহ বিভিন্ন এলাকায় এখন আগের চেয়ে ভুট্টার আবাদ বেশি হচ্ছে।
কাঁঠাল পচা নিচু এলাকা হওয়া সত্তেও এবার ভুট্টার চাষাবাদ করা হয়েছে আগের চেয়ে অনেক বেশি বলে জানান, উপজেলার কাঁঠাল পচা গ্রামের আরেক কৃষক মোঃ আব্দুস সাত্তার। গত বছর যেসব জমিতে ধানের আবাদ হতো, সেসব জমিতে এখন দেখা যাচ্ছে ভুট্টার চাষাবাদ। তবে ভুট্টার পাশাপাশি গোমের চষাবাদ করাও দরকার বলে মনে করেন একাধিক ব্যাক্তি। এদিকে আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভুট্টার বাম্পার ফলনের আশা দেখছেন উপজেলার কৃষকেরা।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স