ঢাকা , শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলের মধুপুরে ছেলের হাতে মা খুন


আপডেট সময় : ২০২৫-০৩-১৫ ১৫:৫১:১২
টাঙ্গাইলের মধুপুরে ছেলের হাতে মা খুন টাঙ্গাইলের মধুপুরে ছেলের হাতে মা খুন




মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা রেজিয়া খাতুন (৫০) খুন হয়েছেন। এ ঘটনায় ছেলে রাজীব পাগলাকে (৩৫) আটক করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে মধুপুর উপজেলার শালিকা গ্রামে এ ঘটনা ঘটে। 

হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমরানুল কবীর। 

পুলিশ সূত্রে জানা গেছে, শালিকা পাগুর মোড়ের পূর্বপাশে খাইরুল পাগলের ছেলে রাজীব পাগল ইফতারের পর তার মাকে খুন করে আনারস বাগানে নিয়ে পুঁতে রাখার সময় তার স্ত্রী সুভা খাতুন বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করে। এর পর স্থানীয়রা তার স্ত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবীর জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। রাজীব পাগলাকে রাতেই আটক করা হয়েছে। 



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ