নাইক্ষ্যংছড়ি সদর জামায়াতে ইসলামী'র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৫-০৩-১৫ ১৩:২৭:৩৯
নাইক্ষ্যংছড়ি সদর জামায়াতে ইসলামী'র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল উপজেলা জামায়াত অফিসে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) ওয়ার্ড সভাপতি আজিজুল হাকিম সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ জয়নাল আবেদীন সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী।
তিনি বলেন, বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে মাহে রমযানের শিক্ষাকে কাজে লাগাতে হবে। পবিত্র রমযান আমাদেরকে তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। এর আলোকে নিজেদেরকে পরিবর্তনের মাধ্যমে বৈষম্যহীন সুখী সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে।
এতে প্রধান বক্তার আলোচনা পেশ করেন বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি মাওলানা রফিক বসরী।বিশেষ অতিথি উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবু নাসের, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হামিদুল হক, উপজেলা মডেল মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আবু তাহের নোমানী, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নাইক্ষ্যংছড়ি দৈনিক সংগ্রামের প্রতিনিধি সংবাদিক মাহমুদুল হক বাহাদুর, সদর ইউনিয়নের জামায়াতের আমীর মাস্টার আব্দুর গফুর, সোনাইছড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোহাম্মদ ছুরুত আলমসহ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স