ঢাকা , শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

জামালপুরে ডিবি পুলিশের প্রতিনিয়ত বিশেষ অভিযানে সফলতায় সাধারণ মানুষের স্বস্তি


আপডেট সময় : ২০২৫-০৩-১৫ ১৩:০৫:৩৭
জামালপুরে ডিবি পুলিশের প্রতিনিয়ত বিশেষ অভিযানে সফলতায় সাধারণ মানুষের স্বস্তি জামালপুরে ডিবি পুলিশের প্রতিনিয়ত বিশেষ অভিযানে সফলতায় সাধারণ মানুষের স্বস্তি
 
 
মাসুদুর রহমান ঃ  জামালপুরে ওসি ডিবি মো: নাজমুস সাকিবের যোগদানের পর পুলিশ সুপারের নির্দেশনায় প্রতিনিয়ত পরিচালনা হচ্ছে বিশেষ অভিযান। প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার (১৩ মার্চ ) রাত পৌনে এগোরোটায় জামালপুর ডিবি পুলিশের অভিযানে ২৫(পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ মিষ্টার(৪৬) নামের যুবককে গ্রেফতার করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে শুক্রবার রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, ২০২৪ সালের ৭ অক্টোবর জামালপুর ডিবির ওসি হিসেবে যোগদান করেন মোঃ নাজমুস সাকিব। যোগদানের পর থেকেই জামালপুর পুলিশ সুপারের দিক নির্দেশনায় ডিবির ওসি মোঃ নাজমুস সাকিব প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম ও তার নেতৃত্বে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, চোরাই পথে আসা ভারতীয় পণ্য উদ্ধার, হত্যা মামলার আসামী গ্রেফতার, মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিভিন্ন চান্জল্যকর মামলার আসামী গ্রেফতার করেছে জামালপুর ডিবি পুলিশ। ফলে জামালপুরের সাধারণ মানুষের স্বস্তি ফিরেছে। জেলায় বর্তমানে ডিবির ওসি প্রশংসায় ভাসছেন। 

এ দিকে জামালপুর ডিবি ওসি মোঃ নাজমুস সাকিব জানান, জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়ের নির্দেশনায় ডিবি পুলিশের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। গত বৃহস্পতিবার রাতে ইসলামপুর থানার দর্জি পাড়া মোঃ আনোয়ার হোসেনে এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ভেঙ্গুড়া মধ্যপাড়া এলাকার বদিউজ্জামানের ছেলেকে মোঃ মিষ্টারকে ২৫(পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, প্রাথমকি জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার কথা স্বীকার করেছে এবং উক্ত বিষয়ে নিয়মিত মামলা দায়েরের পর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ডিবি পুলিশের পক্ষ থেকে প্রতিনিয়ত অভিযান অব্যাহত থাকবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ