ঢাকা , শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

৪০ জন নিরাপত্তাকর্মীর মাঝে বাকৃবি ছাত্রদলের সাহ্‌রি বিতরণ


আপডেট সময় : ২০২৫-০৩-১৫ ১৩:০০:৫৬
৪০ জন নিরাপত্তাকর্মীর মাঝে বাকৃবি ছাত্রদলের সাহ্‌রি বিতরণ ৪০ জন নিরাপত্তাকর্মীর মাঝে বাকৃবি ছাত্রদলের সাহ্‌রি বিতরণ

 
 বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মরত নিরাপত্তাকর্মীদের মাঝে সাহ্‌রি বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল।
 
শুক্রবার (১৪ মার্চ) মধ্যরাতে বাকৃবি ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর গার্ড ও নিরাপত্তা অঞ্চলে দায়িত্ব পালনরত কর্মীদের মাঝে সাহ্‌রি বিতরণ করা হয়।
 
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৮টি হলের গার্ড এবং ২টি নিরাপত্তা অঞ্চলের মোট ৪০ জন নিরাপত্তাকর্মীর মাঝে এই সাহ্‌রি বিতরণ করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
 
বাকৃবি ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম শফিক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এই সাহ্‌রি বিতরণ করা হয়েছে।
 
তিনি আরও বলেন, যারা সারারাত জেগে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করেন, তাদের সম্মানার্থে বাকৃবি ছাত্রদলের পক্ষ থেকে এই সামান্য খাবার বিতরণ করা হয়েছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ