ঢাকা , শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে জেলা প্রশাসনের কঠোর নজরদারি


আপডেট সময় : ২০২৫-০৩-১৪ ২২:৩১:৫৫
চট্টগ্রামে জেলা প্রশাসনের কঠোর নজরদারি চট্টগ্রামে জেলা প্রশাসনের কঠোর নজরদারি




এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে নিত্য পণ্যের বাজার তদারকিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের উদ্যোগে মহানগরীর চকবাজার এবং ২নম্বর গেটস্থ কর্ণফুলি কমপ্লেক্সে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

চকবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন, জনাব ইমরান মাহমুদ ডালিম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সদর সার্কেল, চট্টগ্রাম এবং কর্ণফুলি কমপ্লেক্সে মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব শাকিব শাহরিয়ার, জনাব তামজীদুর রহমান, জনাব ইজাহারুল আহম্মেদ শিহাব সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম।

মোবাইল কোর্ট পরিচালনাকালে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ, মুদি দোকান, তেলের দোকান, কাঁচা বাজার, ফলের দোকান এবং মাংসের দোকানসমূহে মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রয়, পণ্যের অতিরিক্ত মূল্য গ্রহণ ও মোড়কজাতকরণের যথাযথ নিয়ম অনুসরণ না করা এবং পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী বিক্রয়ের অভিযোগে চকবাজারে ৪টি মামলায় এবং কর্ণফুলী কমপ্লেক্সে ৬টি মামলায় বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির দোকানসমূহে বিশেষ নজরদারি জোরদার করা হয় এবং মজুতদারি রোধে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলমান থাকবে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ