ঢাকা , শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​মঠবাড়িয়ায় মারকাযুল হুদা ইসলামী কমপ্লেক্স কাজের শুভ উদ্বোধন মঠবাড়িয়া


আপডেট সময় : ২০২৫-০৩-১৪ ১৬:৩০:৩৯
​মঠবাড়িয়ায় মারকাযুল হুদা ইসলামী কমপ্লেক্স কাজের শুভ উদ্বোধন মঠবাড়িয়া ​মঠবাড়িয়ায় মারকাযুল হুদা ইসলামী কমপ্লেক্স কাজের শুভ উদ্বোধন মঠবাড়িয়া



(পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ইফতার করানো ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে “মারকাযুল হুদা ইসলামী কমপ্লেক্স” কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ইফতারপূর্বক সময়ে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ক্রয়কৃত নির্ধারিত জমিতে এ কমপ্লেক্স কাজের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারকাযুল হুদা ইসলামী কমপ্লেক্সের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ও বেতমোর আশ্রাফুল উলূম ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ শাহ্ধসঢ়; জালাল।

প্রভাষক মো. নাজমুচ্ছাদাতের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. রুহুল আমিন দুলাল, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শরীফ মো. আবদুল জলিল, উপজেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কে এম হুমায়ুন কবির, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও ৬নং টিকিকাটা ইউনিয়ন পরিষদের প্রশাসক নজরুল ইসলাম, বড়মাছুয়া ইউনাইটেড হাই ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক কামাল উদ্দিন এবং নিহারিকা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ছাদিকুর রহমান।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মারকাযুল হুদা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওয়ালি উল্লাহ্ধসঢ়;।

এসময় বক্তারা বলেন- মঠবাড়িয়ায় ঐতিহ্যের পথে এগিয়ে চলা স্বপ্নের প্রতিষ্ঠান মারকাযুল হুদা ইসলামী কমপ্লেক্স শিক্ষা, দাওয়াহ্ধসঢ়; ও জনকল্যাণের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠান। বহুমুখী এ দ্বীনি প্রতিষ্ঠানটি ২০২২ সালে যাত্রা শুরু‌ করে। আজ এ আয়োজনের মধ্য দিয়ে ইসলামী কমপ্লেক্সের কাজের শুভ উদ্বোধন হলো।

বক্তারা আরো বলেন, সারা দেশে যে ক্রটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা ও কারিকুলাম চালু হয়েছিল তা থেকে বের হতে হলে এরকম আদর্শ ও বাস্তব সম্মত দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। ইতোমধ্যে এ ইসলামিয়া কমপ্লেক্সের অধীনে মারকাযুল হুদা আলিয়া মাদ্রাসা (বালক ও বালিকা শাখা) চালু করা হয়েছে। স্থায়ী ক্যাম্পাসের নির্ধারিত জমিতে ইফতার মাহফিল ও বিশেষ দোয়ার  আয়োজন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন বক্তারা।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ