বাকৃবি প্রতিনিধি,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের (বাউরিক) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়ার শুরুতে রোজা ও রোজার ফজিলত নিয়ে আলোচনা করা হয়। পরে বাউরিক এবং এর চলমান প্রকল্প নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। পরে দোয়া অনুষ্ঠিত হয়।
বাউরিকের চীফ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও বাউরিকের সভাপতি অধ্যাপক ড. খন্দকার মো মোস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহবায়ক ও কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জয়নুল আবেদীন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, কোষাধ্যক্ষ (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রুস্তম আলীসহ বিভিন্ন সাব প্রকল্পের প্রধান গবেষক ও সহকারী গবেষকবৃন্দ।
উল্লেখ্য, ২০২৩ সালে আইসিটি মন্ত্রণায়লের অধীনে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার শীর্ষক একটি প্রকল্প শুরু হয়।