ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া, শারজাহ্- আজমান শাখা কমিটি গঠিত।


আপডেট সময় : ২০২৫-০৩-১৩ ২১:৪০:৪৫
আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া, শারজাহ্- আজমান শাখা কমিটি গঠিত। আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া, শারজাহ্- আজমান শাখা কমিটি গঠিত।



এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

চট্টগ্রামের বোয়ালখালী আহলা দরবার শরীফের ত্বরীকত ভিত্তিক আধ্যাত্মিক সূফী সংগঠন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া,সংযুক্ত আরব-আমিরাত শাখা কেন্দ্রীয় পর্ষদের আওতাধীন শারজাহ্- আজমান প্রাদেশিক শাখা কমিটি গঠন করা হয়েছে।

আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী, আল-চিশতী (মাদ্দাজিল্লুহুল আলী)'র অনুমতিক্রমে শহিদুল ইসলাম শহিদ-প্রধান উপদেষ্টা,জাহেদুল ইসলাম সুমন-সভাপতি, বাহার উদ্দীন আজাদ-সিনিয়র-সভাপতি, মোঃ আবছার উদ্দীন-সাধারণ সম্পাদক, নেছারুল ইসলাম বাবর-যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ সোহাগ হোসেন-সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ হোসেন-সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ নাছিম উদ্দীন (রানা)-অর্থ সম্পাদক, রাশেদ উদ্দীন রাজা, ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মোঃ রিয়াজ উদ্দীন-প্রচার সম্পাদক, মোঃ মুবিন উদ্দীন-দপ্তর সম্পাদক, মোঃ মাহাফুজ-সমাজসেবা-বিষয়ক সম্পাদক, মোহাম্মদ এমরাট-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক করে উক্ত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ