গণধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার পলাতক আসামী ফাহিমকে গ্রেফতার।
আপডেট সময় :
২০২৫-০৩-১৩ ১৮:৫২:০৭
গণধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার পলাতক আসামী ফাহিমকে গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক
র্যাব-১০ কর্তৃক গণধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার পলাতক আসামী ফাহিম (২৩) রাজধানীর মাতুয়াইল হতে গ্রেফতার।
রাজধানী কদমতলী এলাকায় বসবাসকারী ভিকটিম (২৪) তার টিকটক আইডির মাধ্যমে প্রিন্স নামক আইডির সাথে পরিচয় হয়। কথাবার্তার একপর্যায়ে ভিকটিম প্রিন্সকে তার স্বামী বিদেশ যাবে মর্মে ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা প্রয়োজন বলে জানায়। গত ০৫/০৩/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৩:০০ ঘটিকার সময় প্রিন্স ভিকটিমকে উক্ত টাকা প্রদানের প্রলোভন দেখিয়ে রাজধানীর কদমতলী থানাধীন দক্ষিণ জনতাবাগ এর একটি ভাড়া বাসায় নিয়ে যায়। অত:পর ভিকটিমের সন্দেহ হলে উক্ত বাসা হতে বাহির হতে চাইলে প্রিন্সসহ অপরাপর আসামীগণ ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে এবং আসামীগণ তাদের মোবাইলে ভিডিও ধারণ করে। উক্ত ভিডিও আসামীগণ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও প্রদান করে।
উক্ত ঘটনায় ভিকটিম (২৪) গণধর্ষণ ও ধারণকৃত ভিডিও-এর বিষয়টি তার স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যদের জানায়। এরপর ভিকটিম বাদী হয়ে ডিএমপি, ঢাকার কদমতলী থানায় অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে একটি গণধর্ষণ ও পর্ণোগাফ্রি মামলা দায়ের করে। মামলার বিষয়টি জানতে পেরে উল্লেখিত ঘটনায় জড়িত আসামীগণ আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত গণধর্ষণ ও পর্ণোগ্রফিতে জড়িত তদন্তে প্রাপ্ত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৩/০৩/২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৫.৩০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর মাতুয়াইল এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডিএমপি, ঢাকার কদমতলী থানার মামলা নং- ০৬,তারিখ- ০৭/০৩/২০২৫ ইং, ধারা- ৯(৩)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০); তৎসহ ৮(১) পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর তদন্তে প্রাপ্ত পলাতক আসামী মোঃ ফাহিম হাসান (২৩), পিতা- মোঃ আব্দুর রশিদ, সাং- মেদেনীবন্দন, থানা- লৌহজং, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স