শিবনগর ইউনিয়ন পরিষদে ইপিআই টিকা কার্ড হস্তান্তর
আপডেট সময় :
২০২৫-০৩-১৩ ১৮:৪২:২০
শিবনগর ইউনিয়ন পরিষদে ইপিআই টিকা কার্ড হস্তান্তর
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান কর্তৃক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে ইপিআই টিকা কার্ড হস্তান্তর করেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক মোঃ ছামেদুল ইসলাম এলাকার জনসাধারণরে সুবিধার্থে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে ১হাজার ইপিআই টিকা কার্ড হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মোছাঃ ফাওজিয়া রেবেকা সুলতানা স্বাস্থ্য পরিদর্শক, মোঃ হাবিবুর রহমান পরিবার পরিকল্পনা পরিদর্শক, মোঃ এরশাদ আলী স্বাস্থ্য সহকারী, মোছাঃ শামীমা আখতার স্বাস্থ্য সহকারী, মোছাঃ খাদিজা খাতুন স্বাস্থ্য সহকারী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবনগর ইউনিয়ন পরিষদের সচিব প্রদীপ কুমার অধিকারী, হিসাব সহকারী সুমিত শীল, ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম ও দীলিপ কুমার সহ স্থায়ীন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণ। এ ছাড়াও প্রিন্ট মিডিয়ার সংবাদিকগণ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স