ঠাকুরগাঁও দুই লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল
আপডেট সময় :
২০২৫-০৩-১৩ ১৮:৪১:২০
ঠাকুরগাঁও দুই লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল
রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
আগামী ১৫মার্চ ঠাকুরগাঁওয়ের ২ লাখ ৩৬'হাজার ১শ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল।
আজ (১৩মার্চ) বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানান, মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইফতেখায়রুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, আগামী ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে জেলার ৫টি উপজেলার মোট ১ হাজার ৩৬৪টি কেন্দ্রে খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল।
৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৬০০ জন শিশুকে খাওয়ানো হবে নীল রংঙের ক্যাপসুল। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী ২লাখ ৯ হাজার ৫শ শিশুকে খাওয়ানো হবে লাল রংঙের ক্যাপসুল।
এছাড়াও শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি, পরিমাণ মতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানো ও স্বাস্থ্য সুরক্ষায় বাড়তি যত্ন প্রদানে বেশকিছু গুরুত্বপূর্ন পরামর্শ দেওয়া হবে এসব কেন্দ্র থেকে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান, জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মো: ইফতে খায়রুল ইসলামসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স