ফরিদগঞ্জ ( চাঁদপুর) প্রতিনিধি
মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী
চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথ বাহিনীর টানা অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ ফুটপাত দখল মুক্ত করণ ও বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘনের দায়ে একাধিক মামলা ও জরিমানা আদায় করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) জাহিদ হাসান। বুধবার ফরিদগঞ্জ উপজেলা সদর পৌরসভা এলাকা বাজারে পরিচালিত অভিযানে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনটি মামলায় ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সুলতানা রাজিয়া এসিল্যান্ড জাহিদ হাসান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়া, অভিযানে সার্বিক সহযোগিতা করেন থানা পুলিশ একেই বাজারে পরিচালিত আরেকটি অভিযানে ২০২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বাজার মূল্য স্থিতিশীল রাখতে আড়তদার ও দোকানিদের সতর্ক করা হয়।