ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরবনে ২৫ কেজি হরিণের মাংস সহ আটক ৫


আপডেট সময় : ২০২৫-০৩-১৩ ১৬:০৯:৩১
সুন্দরবনে ২৫ কেজি হরিণের মাংস সহ আটক ৫ সুন্দরবনে ২৫ কেজি হরিণের মাংস সহ আটক ৫


বাগেরহাট প্রতিনিধিঃ  সুন্দরবনে থেকে ২৫ কেজি হরিণের মাংস সহ ৫ জন শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (১২ মার্চ) বিকেলে সুন্দরবনের শিবসা নদীতে অভিযান চালিয়ে একটি কাঠের বোট তল্লাশি করে এই মাংস ও শিকারের জন্য ব্যবহৃত ৮০ টি ফাঁদ জব্দ করা হয়। বোটে থাকা ৫ শিকারীকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, মোঃ ইমরান গাজী (২৪), আবদুর রহিম (৪৩), রোকন উজ জামান (৩৫), আবু মুসা (৩৬) এবং মোঃ মামুন (৩৫)। এরা সকলেই  খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা।

কোস্ট গার্ড পশ্চিম জোন, মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত হরিণের মাংস, হরিণ শিকারের ফাঁদ ও কাঠের ডিঙ্গি নৌকাসহ আটককৃত ব্যক্তিদের হড্ডা ফরেস্ট অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে রঙিন রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ