মাহফুজ রাজা, স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সর্বস্তরের তাওহিদী জনতার আয়োজনে,দেশদ্রোহী, ফ্যাসিষ্টের দোসর শাহবাগীদের দেশ ও জাতিকে নিয়ে সাম্প্রতিক গভীর ষড়যন্ত্র ও পুলিশের উপর অতর্কিত হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২মার্চ) দুপুরে পৌর এলাকার কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে কালেমায়ে শাহাদাহ্ চত্ত্বর পর্যন্ত এসে মিছিলটি শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার ইয়াসিন আরাফাত, মাওলানা রেজাউল আলম রিয়াজ,
মোঃ শফিকুল ইসলাম। হোসেনপুর উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। ইঞ্জিনিয়ার মোঃ ইজাজ উদ্দিন,
মুফতি রাকিবুল ইসলাম আকিল উদ্দিন এবং মাওলানা ফাহিম সুবহানসহ অনেকেই। উক্ত বিক্ষোভ সমাবেশে সর্বস্তরের অসংখ্য তাওহিদী জনতা অংশগ্রহণ করে।