ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতাঃ- ময়মনসিংহের ভালুকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে সোহাগ মিয়া ও শরিফ মিয়া নামের দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি হবিরবাড়ী ইউনিয়নের মাধুরভিটা এলাকায়।
এ ঘটনায় ভুক্তভোগী সুমন মিয়া বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, তারই প্রতিবেশি ইউনিয়ন যুবদল নেতা সোহাগ মিয়া ( লরি সোহাগ) ও শরিফ মিয়া আওয়ামীলীগ সরকার পতনের পর সুমন মিয়ার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে সুমন মিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা সুমন মিয়ার উপর বেপরোয়া হয়ে উঠে।
পরে চাঁদার টাকা না পেয়ে ৮ মার্চ সোহাগ মিয়া গংরা সন্ত্রাসী বাহিনী নিয়ে সুমন মিয়ার জমি দখলে নিতে বাশের বেড়া দেয়। সেখানে গভীর রাত পর্যন্ত ২৫/৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনি পাহারা দিতে থাকে। অনবরত ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবারটি।
ভুক্তভোগী সুমন মিয়া নিজ জমি রক্ষার্থে বিজ্ঞ আদালতে ১৪৪ ধারা চেয়ে আবেদন করলে আদালত তা মুঞ্জুর করেন। এদিকে আদালতের নিষেধাজ্ঞা কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জমি জবরদখল করছেন সোহাগ মিয়া গংরা।
বিএনপির প্রভাব খাটিয়ে সোহাগ মিয়া ও শরিফ মিয়া সুমন মিয়ার পরিবারের উপর নির্যাতন চালাচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এ ঘটনায় সুমন মিয়া বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে সোহাগ মিয়া গংরা অভিযোগ তুলে নিতে সুমন মিয়াকে নানা ভাবে চাপ প্রয়োগ করছে বলে জানিয়েছেন অভিযোগকারী সুমন মিয়া। পরিবারের নিরাপত্তা সহ নিজের জমি ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন সুমন মিয়া।
এ ঘটনায় ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামছুল হুদা খান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।