কুবি সিএসই সোসাইটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৫-০৩-১৩ ০০:৫০:৫৫
কুবি সিএসই সোসাইটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কুবি প্রতিনিধি,
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ইফতার মাহফিল।
বুধবার (১২মার্চ) প্রকৌশল অনুষদের ৫ম তলায় হল রুমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমামের উপস্থিতিতে এই দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।
এ সময় সিএসই সোসাইটির সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, প্রকৌশল অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. দুলাল চক্রবর্তী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাসান রাজুসহ উক্ত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, "আল্লাহ তায়ালা আমাদের ওপর রোজা ফরজ করেছেন, যাতে আমরা মুত্তাকী হতে পারি। তাই আমরা দোয়া করি, আল্লাহ যেন এই রমজান মাসে আমাদের প্রকৃত মুত্তাকী বানান এবং তাঁর রহমত ও বরকত আমাদের ওপর বর্ষিত করেন।"
সিএসই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাসান রাজু বলেন, "আজকের ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীরা সারাদিন রোজা রেখে কষ্ট স্বীকার করে এই আয়োজনে অংশ নিয়েছে, যা সত্যিই প্রশংসনীয়। আমি তাদের ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আজকের আয়োজনে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।"
সিএসই সোসাইটির সহ-সভাপতি এহসানুল আমান সবুজ বলেন, "প্রতি বছরের মতো এবারও সিএসই সোসাইটির উদ্যোগে আমাদের বিভাগে বার্ষিক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা চেষ্টা করেছি গত বছরের তুলনায় আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজনটি সম্পন্ন করতে। আলহামদুলিল্লাহ, সকলের সহযোগিতায় আমরা সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করতে পেরেছি।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স