ঢাকা , বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​কুষ্টিয়ায় ছাত্র-জনতা আন্দোলনে নিহত ইউসুফ হত্যা মামলার এজাহারনামীয় এক আসামী গ্রেফতার


আপডেট সময় : ২০২৫-০৩-১৩ ০০:৩৯:৩২
​কুষ্টিয়ায় ছাত্র-জনতা আন্দোলনে নিহত ইউসুফ হত্যা মামলার এজাহারনামীয় এক আসামী গ্রেফতার ​কুষ্টিয়ায় ছাত্র-জনতা আন্দোলনে নিহত ইউসুফ হত্যা মামলার এজাহারনামীয় এক আসামী গ্রেফতার




রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি 

কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ইউসুফ হত্যা মামলার এজাহার নামীয় আলতাফ হোসেন (৪২) নামের এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। 
সোমবার (১২মার্চ)  বিকাল সোয়া ৪ টার দিকে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার এসআই জানির নেতৃত্বে এএসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কুষ্টিয়ার লাহিনী পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। 

গ্রেফতারকৃত আলতাফ হোসেন কুষ্টিয়ার লাহিনী পাড়ায় মৃত সাহেব হোসেনের ছেলে। 

ডিবি পুলিশে সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  কোর্টে হস্তান্তর করা হবে বলে। আরও জানা যায় উক্ত মামলার ৫৬নং আসামী  আলতাফ হোসেন।

উল্লেখ্য৷, মামলার এজাহার সুত্রে জানা গেছে গত ৫ আগষ্ট কুষ্টিয়া জেলার সদর থানাধীন থানাপাড়া এলাকায় শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দুষ্কৃতকারীদের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে চর থানাপাড়ার মৃত এদাত আলী শেখের পুত্র ইউসুফ শেখ(৬৬) নিহত হয়। উক্ত হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহতের মেয়ে মোছাঃ সীমা বাদী হয়ে ৭৫ জনের নাম পরিচয় উল্লেখ ও ২০থেকে ৩০জনকে অজ্ঞাত নামা করে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৫৬, তারিখ ১৯/০৮/২০২৪, ধারাঃ ১৪৩/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। এদিকে মামলার প্রধান আসামী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি মাহবুবউল আলম হানিফ ও ২য় আসামী তার ছোট ভাই শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতা রহমান আতা সহ অন্যান্য আসামীরা এখন পর্যন্ত পলাতক রয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোরাদুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ