ঢাকা , বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

তুহিন বড়ুয়ার গানে বিজয় সরকার।

banews
আপডেট সময় : ২০২৫-০৩-১৩ ০০:০৯:৪৩
তুহিন বড়ুয়ার গানে বিজয় সরকার। ​তুহিন বড়ুয়ার গানে বিজয় সরকার।




বিনোদন প্রতিবেদক
শত শত বছর ধরে নদী-কাদা-জলের এই দেশ বহু সংগীতগুণীকে জন্ম দিয়েছে,
যাঁদের সৃষ্টিশীল কর্মকাণ্ড ছড়িয়ে পড়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের দরবারে। বিজয় কৃষ্ণ সরকার (বিজয় সরকার) ঠিক তেমনই এক নাম। যাঁর সৃষ্টি বাংলা গান সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষী মানুষের কাছে দিন দিন ভীষণ প্রিয় হয়ে উঠছে।


তাঁর গাওয়া গান এখন প্রবাসীদের পছন্দের শীর্ষে। তাই পৃথিবীর নানান প্রান্তে ছড়িয়ে থাকা বাঙ্গালীদের সাথে বিজয় সরকারে আত্মার বন্ধন। 


এবার তাই বিজয় সরকার ফ্রান্স প্রবাসী তুহিন বড়ুয়ার কথাও সুরে "তুমি যতই করো অর্থে দান মানুষ স্বার্থে ভুলে প্রতিদান" শিরোনামের একটি গানে কন্ঠ দিয়েছেন। গানটির মিউজিক ভিডিওর কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে গানটি প্রকাশ পাবে "বিজয় সরকার সুনামগঞ্জ " অফিসিয়াল ফেসবুক পেজে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ