রাজধানীর লালবাগ ও আশপাশ এলাকা হতে চোরাইকৃত ৬০ টি মোবাইল ও ০১ টি ট্যাবসহ ০৫ জন চোরাকারবারী গ্রেফতার করেছে র্যাব-
রাজধানীর লালবাগ ও আশপাশ এলাকা হতে চোরাইকৃত ৬০ টি মোবাইল ও ০১ টি ট্যাবসহ ০৫ জন চোরাকারবারী গ্রেফতার করেছে র্যাব-
নিজস্ব প্রতিবেদক
গতকাল ১১ মার্চ ২০২৫ তারিখ রাত ২১.০০ ঘটিকা হতে ২৩.০০ ঘটিকা পর্যন্ত। র্যাব-১০, সিপিএসসি-লালবাগ ক্যাম্প এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার লালবাগ নবাবগঞ্জ পার্ক ও শহীদ নগর এবং কামরাঙ্গীরচর লোহার ব্রীজ এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০৫ জন চোরাকারবারী সদস্য গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মোঃ আলমগীর হোসেন (৪৫), পিতা-মৃত আঃ লতিফ, সাং- দেলভোগ, থানা-শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ, এ/পি সাং- পূর্ব রসুলপুর পাঁচনম্বর গলির আলমগীর এর বাড়ীর ভাড়াটিয়া, থানা- কামরাঙ্গীরচর, ডিএমপি, ঢাকা, ২। মোঃ লিটন মিয়া (৩৪), পিতা- মৃত বেলায়েত পেয়াদা, সাং- ছরিয়ার চর খাজুরিয়া, থানা- মেহেন্দীগঞ্জ, জেলা- বরিশাল, এ/পি সাং- পূর্ব রসুলপুর, থানা- কামরাঙ্গীরচর, ডিএমপি, ঢাকা, ৩। মোঃ সুমন মিয়া (২৫), পিতা- মোঃ মোতালেব মিয়া, সাং- ঢড়কী, থানা-শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ, এ/পি সাং- বাড়ী নং ২৩২, শহিদনগর, থানা- লালবাগ, ডিএমপি, ঢাকা, ৪। মোঃ হিরা মিয়া (২৫), পিতা- হারুন মৃধা, সাং- ইসলামপুর, থানা-গৌরনদী, জেলা- বরিশাল, এ/পি সাং- শহিদ নগর ৬নং গলির রনি মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা- লালবাগ, ডিএমপি, ঢাকা ও ৫। মোঃ জুয়েল (৩৪), পিতা- মোঃ আনোয়ার হোসেন ব্যাপারী, মাতা- রাজিয়া বেগম, সাং- চরকালী কাপুর, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর, এ/পি সাং- শহিদ নগর বেড়ীবাধ জান্নতুল মাওয়া জামে মসজিদ সংলগ্ন ও শাল উদ্দিন মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা- লালবাগ, ডিএমপি।
ঢাকা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মোট চোরাইকৃত ৬০ (ষাট) টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ও ০১ (এক) টি ট্যাব উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীগণ বেশ কিছুদিন যাবৎ রাজধানীর লালবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রকার দুষ্কৃতিকারীর নিকট হতে মোবাইল ও ট্যাব ক্রয় করে অপরাধ মূলক কার্যক্রমে ব্যবহার করে আসছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স